গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় শুরায়ে নেজামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ওই রাত থেকেই দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নিতে ময়দানে আসতে শুরু করেছেন দেশের ২২ জেলার মুসল্লিরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, নওগাঁ, বান্দরবান এবং ঢাকার একাংশসহ ২২টিজেলার সাথীরা অংশ নেবেন।
এবারের আসরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লাখোলাখো ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান যোগ দিয়েছেন। বিদেশী মেহমানগণদের জন্য নির্ধারিত খিমায় অবস্থান করে আলেমদের বয়ান শুনছেন। এ বিষয়ে শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের ৭২টি দেশের প্রায় ২ হাজার ১৫০জন মুসুল্লি ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরো বাড়বে বলে তিনি ধারণা করেন।
আপনার কমেন্ট